=========================================================
=========================================================
নক্ষত্র কালো মেঘে আটকে গেছে যে তারাটা ওটাই আমার জীবনতারা, প্রিয়! উজ্জ্বলতা দেয় না সে আর আমার জীবনের আকাশে আলো নেই, তবু স্পষ্ট দেখা যায় যাত্রীদল ছিন্ন হয়ে সে ঘুম ঘুম হাঁটে। গন্তব্যে যেতেই পারে না এই নিরানন্দী আলো ; আফগান বিবেক! দিবাস্বপ্ন রাখো! না! পৃথিবীর উচ্চতম তারাটি তোমাদেরই, হায়দার! খতম হয়নি আজও শান্তির সমূহ সুযোগ ; বিপদ সম্পর্কিত তোমার তারাটি। হায়দার ডিসেম্বর ১৬, ২০০৭ আগ্রহ বিপুলা পাশে তোমার প্রেম, আর কি রয়েছে ওখানে? এ যেন বালির রাজ্যমুখে হাঁটা। পায়ে পায়ে ধুলো মাখা যেন। উন্মাদ শুয়েছে যেন, দেখো! আকাশ অবধি প্রেমে অর্থ হল পৃথিবী ছাপিয়ে উঠে যাওয়া। আনন্দ-আগুনে যারা পোড়ে তারা বাঁধা পড়ল সময়ের গিঁটে। তোমার চিবুক ফুলের সমান লাল বসন্তের তলে। পরামর্শ দাও ও সতর্ককারী! আমার মাথা বিস্ফোরণে। এই যে যথাযথ চলি, হৃদয় চালায় প্রতারণা করে। তোমার চোখের পাতা যখন চঞ্চল কারও দিকে কিছুই ফেলে না। আমার হৃদয় জুড়ে তোমারই শ্রী ও সুষমা, মনের অভ্যাস তার তস্করের মতো। পোর্দেল বুস্তান ডিসেম্বর ২৩, ২০০৭ আত্মা অলীক মনে হয় এই গ্রাম ; এ তো বিচ্ছেদ এ প্রদেশ ছেড়ে চলে গিয়েছে যেন আমার প্রিয়া। ছাড়ার শোক ক্ষুরধার এতই যে কাউকে আর ভয় পায় না সে যে পর্যন্ত আত্মা আছে দেহে, সে কেঁপে ওঠে। হেমন্তে যেভাবে ঝরে পড়ে ফুল আমার প্রেমে আজ হেমন্ত ঢুকেছে। উলোঝুলো চুল নিয়ে রয়ে গেছি অজ্ঞানে একাকী হৃদয়ে দুঃখ ভরে আছে বড় দীর্ঘ দিন চমকে চমকে সে ছিদ্র করে আমার জগতে সম্বন্ধ মাত্রেই এক তীব্র-ফলা তীর। ও ফকির! বরং দুখী হও। ভালবাসা সহজ, কে বলে তোমায়? শাহজেব ফকির ডিসেম্বর ২৩, ২০০৭ শেখো! পাপিয়ার মতো সুরারোপিত বাক্য বলতে শেখো, ফুল ও পাপিয়ার নীরব আলাপ কীভাবে ঘটে, শেখো মাথা ঢেকে ফুলের অরণ্য থেকে বের হও, শিখে নাও হাওয়ার ভেতরে বাতাসের চলাচল। কতদিন বাঁচবে পাখির মতো, পাখি হয়ে? ওড়া শেখো মুক্ত ঈগলের মতো। গতি বাড়াও, যাত্রীদল যাতে গতিপ্রাপ্ত হয় সে ব্যবস্থা করো, গন্তব্য কাছেই। শেখো ঘন্টাধ্বনি কীভাবে নিজেকে বিস্তার করে। ও ফুর্তিবাজ আফগান! আরাম ছাড়ো, কষ্টকে নাও, যে দেশ তোমার তার ব্যথা ও শোকে কান্নাকাটি শেখো। আবদুল্লাহ ৮ সেপ্টেম্বর, ২০০৮ স্বাধীনতা যেখানে লায়লা নেই, সেখানে কী হবে মজনুর? কী হবে ওই ফাঁপা দেহখানি, অন্তর যার অবশিষ্ট নেই? হৃদয় তো বাতি এই মাটির সৌধে ; ধরে রাখো যেন তার উজ্জ্বলতা থাকে। যে খাঁচা পাখি-শূন্য, নষ্ট করে ফেলো সেই খাঁচা ; হৃদয় না থাকে যদি, খালি বুক মরে প্রথমত। চিরকাল থাকে কিছু —কেউ? দেহ তো যায় ও যাবেই যদি হৃদি মৃত্যুগামী। দেশের যে দেহ, তার আত্মা স্বাধীনতা নয়? ইহা ভিন্ন জাতি মরে, অনন্তও মৃত হয়ে পড়ে। আব্দুল শুকুর রিশাদ ৪ ডিসেম্বর, ২০০৭
Facebook Comments Box