একলা একার পথ পাখি যেন পাখি নয়, ডানা মেলা মা, নিমন্ত্রণ করে তারে পাওয়া যাবে না । কতভাষা ফিসফিস মনে আর কানে কথাহীন মোছা মুখ বরফের প্রাণে। কতগান গেয়ে গেল মিছিলের নাম কিছু প্রেম ডূবে গেছে কিছু দিলো দাম । কিছু ভুলে হয়েছিলো অকালে আকাল পাখির ডানার খামে লেখা সমকাল। গুনে গুনে তারাগুলো আমার নয়ন খুঁজে ফেরে কোন তারা মায়ের মতোন। মন চায় কথা বলি না বলা যতন মন চায় শুনি তার প্রণয় কথন । ভোর ফোটে আবছায়া, ধিকিধিকি ফুল ঘ্রাণ ছোটে একা একা পথ ডাকে ভুল। ফিরবে না, আর তারে কোথাও পাবে না মন ফেলে, দেহ নিয়ে লুকিয়েছে মা।।
Facebook Comments Box