================================================================

================================================================
এলডোরাডো তাল চলেছে পাহাড়ের গোড়ার পাথর সরাবার যেন পাথর সরালেই এলডোরাডো কিন্তু সোনার খোঁজ তো মাছির পাখনার ডাক শহরসুদ্ধ পাহারটা ডুবছে কানের পাশ দিয়ে চলে যাওয়া মাছেদের দেখে শহরবাসী ভেবে চলেছে মাছেরাও তবে উড়ুক্কু হলো পাহাড় ডুবলে যে সকলকে নিয়েই ডুববে সেকথা বালক জানলেও সিঁদখোদকেরা জানে না
Facebook Comments Box