=========================================================
=========================================================
অন্বেষণ জীবনে সাপোর্ট নেই কবিতায় নেই আর বাড়ি ম্যাপ থেকে হারিয়ে গিয়েছে স্বাদ । চড়াইপাখিরা চলে গেছে । বিশুদা পাগল হয়ে একাই হাসছে বসে পুজোর দালানে পার্টি-অফিসের ঘরে রাতে -- জুয়া খেলা বোতল ভাঙার শব্দ.... প্রেমিক কেউই নয় বুঝে গেছে এই দেশ পোকার মতন মরে যায় লোক বোকার মতোন ডুবে যায় দেনায় দেনায় ডিপ্রেশন ঘন হয় বঙ্গপসাগরে বট তবু নুয়ে আছে গোধূলিনদীর বুকে ! ডিঙি রয়েছে থমকে বুকের নিকটে থেমে পারাপার ফেরা কি হবে না আর … কেন খোঁজো আহাম্মক ! আছাড়ি পিছাড়ি খোঁজো মাকে … ভোর অন্ধকারের ছিদ্র দিয়ে একটা আলো শিস দিচ্ছে বিরোধী শিবির থেকে শোনা যাচ্ছে কলমিস্ত্রিদের টানা গান প্রজাতন্ত্র দিবসের সকালবেলায় টিভির ভিতর থেকে কুচকাওয়াজ করে হেঁটে আসছেন সংবিধান হাতে হোমোস্যাপিয়েন্স মানুষেরা মেরুদন্ড ক্রমশ সোজা হয়ে এল যাঁদের মাথাও তাঁদের বিক্রি করা যাচ্ছে না কিছুতে আকাশে মিছিল কাপাসমেঘের মিছিলে মিছিল এসে মিশে যায় , জুড়ে যায় দূরতম দ্বীপ । নদী ... ওই ‘গণতন্ত্র ‘ শব্দটির সঙ্গে জুড়ে গেল সংবিধান । ভারতবর্ষের ভাঙা মন যাচ্ছে জুড়ে … মজার কথা মেনে নিচ্ছে মেনে নিচ্ছে শুধু তাসের দেশে মজার পুতুলেরা ক্রোধ হয় না ক্ষোভ হয় না কোনো জং ধরা বুক চাবির হদিশ নেই বোকা বেকুব নাটক দেখে ফেরে মধ্যরাতে কান্না না কি ভুতের মতো হাসি মারছে লাথি হৃদয়ভাঙা পুরোনো ফুটবলেই অথচ ব্যথা অবশ হয়ে গেছে মেনে নিচ্ছে ভাতের পাতে পড়লে টিকটিকি ভোঁতা কুকুর দামি কুকুর ঠিক খুঁজে দিচ্ছে মোজা এবং মুখ ঘষছে পায়ে , উফ্ ! লাগছে সুড়সুড়ি ! কবন্ধ টাই হেল্পলাইনে , তারে একলা একলা ঝুলে …
Facebook Comments Box