দশমী দূরে ভেঙে পড়ছে, ডানা থেকে ছায়া। সূর্যদেব তাকিয়ে দেখছেন-- আজকের মতন তার কাজ শেষ। পটুয়ার তুলির টানে নেমে আসছে অন্ধকার! উড়ে যাচ্ছে পাখির দল, উড়ে যাচ্ছে বাতাস, দীর্ঘশ্বাস.... আলো আঁধারের ব্যবধান বাড়ছে ক্রমশ। নাগালের বাইরে দাঁড়িয়ে প্রতিদিন হাতছানি দিচ্ছে আমার স্বপ্ন! স্বপ্নকে ধরতে আমি মেঘের মতন চলমান, সমুদ্রের মতন অস্থির। আবহাওয়া পালটে যাচ্ছে, কখন বর্ষা আসে .. . আয়নার সামনে দাঁড়িয়ে শুধু বলেছিলাম--- আজ আমার মন ভালো নেই.... তাতে মৃত্যু আমাকে আমন্ত্রণ জানিয়েছে! দূরে দাঁড়িয়ে কারা যেন হাসছে--- কেউ কী জানে, গ্রীষ্ম কতদিন থাকবে? আর শীত.... ঋতুর অপূর্ব মুখশ্রী থেকে খোসে পড়ছে মুখোশ! আজ আমার সত্যিই মন ভালো নেই। পাহাড় তোমার কি আমার জন্য একটু সময় হবে? একটা স্বপ্ন শেয়ার করতাম। আমি জানি না তুমি শুছ কী না। আমি যখন গভীর ঘুমে হয় তো কিছু পরে ভোর শুরু হবে। এবার স্বপনে ঢুকছি--- তুমি আমি দার্জিলিং গেছি। কিভাবে গেছি মনে নেই। সমস্ত পাহাড় জুড়ে নরম গভীর এক চাঁদ আমাদের সামনে... কী রোমাঞ্চ কর! আমি এর আগেও পাড়রে এসেছি কিন্তু ভালো লাগেনি অত। একা এসে ছিলাম হয় তো ভালো লাগেনি। যদিও পাহাড় আমার খুব একটা ভালো লাগে না। কিন্তু বিশ্বাস করো, আমি জানতাম না পাহাড়ি রাত এত সুন্দর হতে পরে। সেই রাত ছুঁয়ে আমার বুকের কাছে তুমি এসে দাঁড়ালে। অনেক সংস্কার দূরে রেখে আমি তোমাকে ছুঁই ... তখন সমস্ত পাহাড় জুড়ে ছড়িয়ে যাচ্ছিল জ্যোৎস্না-- আমরা অপলক তাকিয়ে ছিলাম সেই অলৌকিক দৃশ্যের দিকে। গভীর স্রোতের মত সময় সাঁতরে সাঁতরে পেরিয়ে যাচ্ছিল রাত,আর তোমাকে আমাকে। স্বপ্নটা শেষ হওয়ার আগেই সেল ফোনে বেজে ওঠে গান, ( তুই ফেলে এসেছিস কারে মন, মনরে আমার।) অরিগামি ঋতু ঢিলে হোক বা সজাগ গ্রাফিক্স এর মত মনে হয়। প্রত্যেকটি পরিত্যক্ত বোধের পর নিজের মৃত্যুর অশৌচ পালন করেছি। চোখের নোনতা জলে ধুয়ে গেছে শোক..... একটি অগোছাল জন্ম হবিশির মত ----- পাতায় পাতায় বিস্তারিত ডিজিটাল জীবন। মাঝে মধ্যেই চলে যায় কেউ , হারিয়ে যায় বহু কালের চেনা মানুষ। সবতাই ক্ষণিকের.... তাই চুপ করে বসে আমি পাতা ছিড়ে ছিড়ে অরিগামি বানাই। খুব একটা ডাক খোঁজ করবার কেউ নেই। বোবা হতে চাই, বোবাদের কোনো শত্রু নেই।
Facebook Comments Box