
ডারউইন জানেনই না আয়নার কাজ আয়না করে না আর,ইদানীং টাঙ্গায় না ছবিটবি,দেওয়ালই বরং সর্বক্ষণ সোচ্চার ভায়া ডোবারম্যান,আলশেসিয়ান শেষমেশ নেড়িকুত্তার গল্পে ব্রতী আমি কি অধঃপতনের কাহিনি বুনলাম ? আরে না না!দূরেই ছিল দূরত্ব,তেমনই পড়ে আছে—মাত্র দু-অক্ষর দূরে করাতকল জুড়ে সারাদিনই শুনি একটানা তরুবিলাপ, খলবলিয়ে উঠছে—কীরকম ভঙ্গিমাহীন ভ্রমযুক্ত ভয়, বন্ধ করি ঠেসে চোখের কপাট, অশরীরী স্বপ্ন জিরোবে ৭০ এম.এম ওভ্যাল অক্ষি-সোফায় চলমান অজস্র ছবি,ঘুম আর নির্ঘুমের প্রকাণ্ড তেপান্তরে,শেষরাতের দিকে— ইভ-টিজিং উন্নীত হয়েছে রেপকেসে— মেট্রো নেমেছে যেরকম সাততলা গঙ্গাগভীরে আর তারই মাঝামাঝি কোথাও ঃ প্রতিফলিত হল পর্দায়, ডাকের সাজে সেজে ঘোড়া ছুটিয়েছে দুর্গা ওতেই ফিরে যাবে নাকি এবার ঃ ক্রিমিয়ার মাঠ থেকে নাইটিংগলের প্রদীপ জ্বলবে অগুণতি, বিশ্ববাজারময় ইত্তেলা পুণ্যিভাব কখনোই পাবে না— -পাপ, উল্টোদিক থেকে পড়লেও আ-বিশ্ব রমাকান্ত কামার অমনই,--ভাবলেশহীন,অবিচল,নির্বিকার,যথাপূর্বম— সরল বিশ্বাসের চোরকুঠুরিতে ভাড়াটে হয়ে আমাদের ঘরকুনো যাবজ্জীবন আকাশকুসুমের খোঁজে বেলুনের--অমোঘ শূন্যতাপ্রিয়তাই ঃ প্রেম ‘পাত্র’-‘দে্’,‘ধর’-‘মিত্র’,‘মিশ্র’-‘মাল’-‘খান’,‘লায়েক’-‘সরকার’, ‘জানা-গুপ্ত-গুণ’ঃ পাপ—সদম্ভে দাখিলা দিল—প্রমাণসাপেক্ষ নাকি পবিত্রতার যাবতীয় নির্ঘোষ—ঈশ্বরের মতোন, লক্ষ করেছি অতিসামান্যই হেরফের ,আই মীন ,প্রবল মরুঝড়েও, মরুময় হয়নি পৃথিবী,অনভিপ্রেত যদিও ফসলের ফসিলতা,তালাবন্ধ গোলাঘরে,ধ্যুস্, রন্ধনপাত্রে বরং পরিত্রাতা হয় পাবক,কাষ্ঠময় চিতায়,থুড়ি—দেওয়ালে সাময়িক ফ্রেমজ দহন।অতঃপর, নির্দিষ্ট অন্তিমতা, চৌচির স্মৃতি-কলস সমাধান শূন্যে ভাসন্ত লোকটিকে মাথা গোঁজার ঠাই করে দেব ধু-ধু তেপান্তরের সবুজ প্রান্তিকে, প্রস্তাব দিয়েছি ঃ-- বৃষ্টিহীন আকাশ চাইলে দুচোখের সীমাহীন জমিজিরেত দিতে পারি যেন আপামর নিঃস্ব দুঃখীকে—সুখবরটুকু অন্তত সাড়ম্বরে,বিষন্নতার স্থায়ী সখ্য ছেঁটে ফেলেছে অধুনা চোখের জল উপকার-অপকারের সঠিক ব্যাখ্যা খুঁজে পেতে এবার কর্মপ্রার্থীরা নিযুক্তি পাবে ছুঁচ খোজার কাজে খড়ের গাদায়--দুঃখ-টুঃখ তালাশ করুক বরং ওরা শ্রীমান অম্বানীর সাতাশ তলা বৈভবে সাইলেন্সর-মুক্ত রেখে দেব সমস্ত আঘাত-আক্ষেপ-আর্তনাদ এড়ানো যায় না, এড়াতে পারি না,এড়িয়ে যাব কী করে প্রেজেন্ট স্যার হেঁকে হরওয়ক্ত হাজিরা কবুল করো তুমি, গরহাজির থাকো,থাকবেই অথচ—স্বপ্নের নিরালা ক্লাসঘরে,যথারীতি
Facebook Comments Box