ডিপ্রেশনগুলো বহুদিন দাঁড়াইনি প্রার্থনায় তবু দূরের পুলসিরাতের পাশে নির্জনে, একেলা ঘরে দেখি রাম-সীতা-নবিজির অনুগামী মানুষের ভীড় কাঁদিতেছে স্পর্শে, ছাপিয়ে কাঁধের ভার অন্য কোনো ভূগোলের সীমান্তে, তীর্থের বাতাসের ঘূর্ণি ভেদ করে ঘাম-ক্লেদ-ঘৃণার সমূহ অগ্নিকুণ্ড থেকে আরও আরও দূরে ফুটছে উত্তপ্ত কড়াইয়ে মানুষের হাড় হরিণের চামড়ার নিচে দেখি ট্রাম্প কি পুতিন, ইউরোপ কি লাতিন হাসিতেছে ইশারায় বেহেশত-স্বর্গের প্রাচীরে একা একা উড়িতেছে পরিযায়ী অতিথি এক- কোভিড নাইনটিন ছাই হয়ে না- প্রেম থাকে না, ফুল ঝরে গেলে ধুলো আর ছাই ওড়ে পৃথিবীতে খুঁতগুলো, ক্ষতগুলো, রাতগুলো - তবু ফুল হয়ে ফিরে আসে, ডাকে বলে- এসো, একটু ছায়ায় বসি তবু মন কেন কাঁদে? হাহাকার করে? এসো ভুলগুলো ছুঁড়ে ফেলি, দেখি ওপারে অনেক স্বপ্ন, সারি সারি ফিরে যাই রোদমেখে, ফের যদি ফুলগুলো, রোদগুলো, গানগুলো - ভেসে আসে ধুলো আর ছাই হয়ে বলো, এসো ভালোবাসি - গভীর অসুখে

জন্মসাল: ১৯৮১
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর, বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। লেখালিখির সাথে সম্পৃক্ততা দুই দশকের।
Facebook Comments Box