=========================================================

=========================================================
দোজখের আগুন মেয়েগুলো ঊর্ধ্বশ্বাসে ছুটছে ওদের কালো ও জখমি রং বোরখাগুলো উড়ছে কাঁখে সন্তান আছে কী নেই মেয়েগুলো ঊর্ধ্বশ্বাসে ছুটছে বয়স দেখা যাচ্ছে না, শুধু চলাটা বলে দিচ্ছে কতটা কে কতটা নাভিশ্বাস কতটা চিৎকার খালি পা, খালি হাত নিয়ে দূরপাল্লার দৌড় লাগিয়েছ মেয়েগুলো ঊর্ধ্বশ্বাসে দৌড়চ্ছে পিছনে মারণাস্ত্র হাতে তাড়া করছে আলখাল্লা আজদাহা হতে পারে নাম তার তালে তালে বলবান অথবা অন্য আরও কিছু মেয়েগুলো ঊর্ধ্বশ্বাসে ছুটছে সাথে সাথে দোজখের আগুন রেড অ্যালার্ম কোনো কোনো ভ্রমণে অন্ধ ভাগ্যরেখা নিয়ে যায় অন্য গ্রহে সেখানে বাতাস বদ্ধ করা আকস্মিক ঘটনা মাথা বিগড়ে দিতে চায়, দিয়েছে আমাদের সরল ভ্রমণ তাই সার্থক হয় না শান্তির সমার্থক কিছু থাকে না কখনো পড়ে যাই হীনচক্র সময়ের রক্তাক্ত ফাঁদে ওই তো হেঁটে যাচ্ছেন অভিজিৎ রায় দাদা বলে ডাক দিয়ে পিছনে দৌড়াই তিনি মনে হয় শুনবেন না আর শুনবেনই বা কেন! চেয়ে দেখি আরও কেউ কেউ হেঁটে আসছে এক-কাতারে চমকে উঠি! বোকার মতো বলতে থাকি─ পাতাল অন্ধকারে তলিয়ে যাচ্ছি দেখুন তো কোথায় পৌঁছে গেছি!!! নবীন পাতার জন্ম-অভিযান বাইরে নিঃশব্দ তর্কাতর্কি একটা মাইক্রোফোন কিছু বলার আগে ফুঁ দিয়ে মাপ বুঝে নিলো পোশাক বদলে গেল রুমাল নেড়ে পায়রা ওড়ানো হলো পর্দার আড়ালে থেকে কয়েকটি প্রতিষ্ঠান লুকানো রোজনামচা ঘেঁটে কিছু ঘটনাগুচ্ছ এনে মঞ্চস্থ করার আয়োজনে জানালা কপাট খুলে দিলো ড্রপ-স্ক্রিন তুলে দিয়ে শুরু করল থিয়েটারের যাবতীয় বোলচাল ভোজবাজি অভিনয়ে অভ্যাসবশত জানালার পাশে এসে দাঁড়াই অভ্যাসবশত জানালাতেই করি আনাগোনা নিয়মিত দর্শক হবার কথা ভুলে এবার একটানা শোনাচ্ছি বুনো পথের গল্প প্রাণপণ ধূলিঝড়, নিশ্বাস ফিরে পাওয়া এবং কিছু নবীন পাতার জন্ম-অভিযান পরিচয়ের কারসাজি হে উত্তাল হে উদাত্ত অগ্নিস্নেহ জীবন দাঁড়াই ভ্রাম্যমাণ আদালত এজলাসে তোমার কী যায়-আসে যদি আজ হয়ে যাই অপূর্ণ ভ্রামণিক অথবা অসম্পূর্ণ নাগরিক কেউ এখানে কেউ নেই এখানে কেউ আছে এখানে জ্বলছে সবুজ পাহারায় পঞ্চবাণ রক্তের হলিখেলা দিনরাত রাতদিন জতুগৃহের চৌকাঠে নীলনকশা আঁকে ধর্মের কলহ হে পৃথিবী আমাকে ত্যাজ্য কর হিংস্র বিভক্তি আর টুকরো টুকরো হয়ে ঝরে পড়া পরিচয়ের কারসাজি থেকে তুমুল বৃষ্টি নামুক পৃথিবী জুড়ে উন্মাদ জাতিসত্তার লাশ বাঙালি! এই ডাক কে দেবে কাকে চারদিক ঘোরান্ধ জাদু জল্পনা নব্যপরিচয়ের অগ্নিলীলা রক্তে অন্ধ ঝনৎকার মাঠেঘাটে জনপদে মুখ ঢাকা লাখ লাখ আবায়া পরিব্রাজক এই কি আমার স্বদেশ এই কি উৎসবের ঘোর স্পষ্ট দেখতে পাই ধেয়ে আসছে মরুঝড় ঘোড়ার পিঠে করে ছুটছে উন্মাদ তারস্বর হ্রেষা… কোথায় যে যাই, ঠিকানা পাই না খুঁজে কয়েকজন নিঃশ্চুপ দাঁড়িয়ে আছে সংখ্যালঘু নামে ওদেরকে ডাক দেয় ধর্ম নিরপেক্ষ এই ধর্মান্ধ কৃষ্ণপক্ষ দেশে যায়, বয়ে যায় খলখল তাহুরা নেশা রক্তাক্ত আলখাল্লা বাতাসে উড়িয়ে নাচছে উন্মাদ জাতিসত্তার লাশ
Facebook Comments Box