সূর্যের দিকে যেদিকে দুচোখ যায় সেদিকে যাওয়ার পথে আছে হাজারটা নিষেধ! আছে রুচির পরিমাপক দুইমেরু মাঝখানে তেপান্তর তোমার দিকে আছে সৈন্যসামন্ত কতিপয় মারণাস্ত্রসমেত! আছে কতিপয় উপনিষদ সময়ের প্রয়োজনে যার ক্রমাগত ভাষান্তর ঘটে অনুবাদে যথেষ্ট অর্থলাঘব হয় ক্ষমতার কাছাকাছি ভাষায় কথা কয়ে ওঠে! নিছক প্রাণ নিয়ে আমরা যারা বাঁচি গ্রাম থেকে এসে আবারো ফিরে যাবো ভেবে পাইকারি দামে কোম্পানির টুকরিতে তুলে দেই সময়! কোথাও যাওয়ার না থাকলে আমরা তাই সূর্যের দিকে যাই! মুখোশ যার সংগ্রহে আছে যতোটা মুখোশ মুখের মাপে পুনরায় ঠিক করে রাখুন; আসছে সময় কাজে লাগানো যাবে! ম্যানেজার আমার ভেতর মৃত নদীদের হাহাকার নৌকাবাইচের হুলস্থুল করা ঢেউতোলা কোলাহল এখনো এলার্ম হয়ে প্রতিরোজ সকালে বেজে ওঠে কয়েকবার তবুও নদী মরে গিয়ে কবরের জায়গা পায় না! মৃত নদীর কান্না নিয়ে আমার ভেতর স্ট্র্যাটেজি করতে বসেন পলিসির লোকজন! এতো এতো ম্যানেজার তবুও পৃথিবীকে ম্যানেজ করা গেলো না একদম!
Facebook Comments Box