চাবি সারাদিন অফিস শেষে দরজার সামনে এসে দেখি- পকেটে চাবি নাই! আমার মন ও মগজের মতোই অফিসের ড্রয়ারে ফেলে রেখে এসেছি ঘরে ফেরার চাবি! অথচ এককালে অনন্ত চাবির গোছা নিয়ে ঘরহীন ছিলাম আমিও! কথক কথা কও কথা কও তো শালিক- আমাদের ঘুম নিয়ে সে গেলো কোনদিক? কথা কও কথা কও তো চড়ুই- আমাদের পথ গেছে কোন বিদেশ বিভুঁই? কথা কও কথা কও তো নদী- কোন বুকে জড়ায়ে রাখে দরদী?
Facebook Comments Box