তৃতীয়া ১ আমার বেদনা আমার ভাষায় আমি তো চাইনা বলি ভরা কোলাহলে কন্ঠ লুকাই শব্দ উধাও চলি। তুমি শুনে রাখো ভীড়তম রাত একাকি দিনের ভাণ পুরোনো তামার ব্রেস্লেট আর ডুবোজল ভাঙ্গা গান । তুমি কি এখনও পুরাতন তুমি ? কবিতায় দিনভর হেলান দিয়েছ, উড়েছ কথায় এঁকেছি চড়ুই ভোর । আমার বেদনা আমারই গোচর ভুলেছি মায়ারজাল কুয়াশার গায়ে ফিরেছে সময় গেঁথেছি একার কাল।। ২ সব কথা ছুটে আসে কোন কথা বলি কোন নদী স্রোতে ভাসে ভুল রঙতুলি কোন জলে পড়ে থাকে আবছায়া মুখ নদী তুমি কারে চাও কার নামে সুখ । মনে হয় আজও চিনি, চেনা পথে খুঁজি ঢেউ গুনে গুনে কেউ কাছে এলো বুঝি উদাসী পরানে তার থির অভিমান নদী আর ফেরে নাই ফিরেছিলো গান ।। ৩ পাখির কিচির মিচিরেও এক রকম ভয় আছে কেমন যেন চাপা রুদ্ধ তারা প্রগলভ নয়। তারা দিনেও লুকায় রাতেও হারায় তারা সাদামেঘেও কাঁপে ক্রুর বাতাসেও চমকায়। পাখিদের এত ভয় কে চিনালো? তারা তো সকাল হলেই আমার নাম ধরে ডাকতো তারা তো হাত থেকে খুদ নিয়ে খেতে শিখেছিলো । তুমি কি চাও না আমি তার মতো ডাকি? কিম্বা সে আমার মতো! তুমি কি জানো না, এক ভালোবাসা, দুজনের ডানা ।।
Facebook Comments Box