জেহাদ দিঘির পাড়ে এসে বসি কান পেতে শুনি সমবেত উলুধ্বনি, ঢিমে তেতালা — গভীর জলের আয়নায় বিষণ্ণ আলো জেগে ওঠে... শ্বেতপত্র এইসব গড়িমসি নিয়ে ভেসে গেল কাকচক্ষু জল খামে ভরা নিরুত্তর সাদা পাতায় লুকিয়ে পড়ছি ফের বৃষ্টিস্নাত ...যূথবদ্ধ আলো ঝাঁপিয়ে পড়ল বুকে। থরথরিয়ে উঠল চাঁপা, কোমল গাছটি — শূন্যের ভিতর আবছায়া, আরও দূর... সোহাগী হারমোনিয়াম, এলোকেশী ঝংকার তোলে কড়ি-মা; বর্ষাস্নাত ইমন ওই যে আসছে স্মৃতিগন্ধ কবেকার তোমার কথা মনে পড়ে, মনে পড়ে চমনবাহার, পিলসুজ, শীতল রাত— কবে কার তোমার কথা মনে পড়ে—? সংসারী ভেজা বারুদের গন্ধ তোমার শরীর জুড়ে হঠাৎ বৃষ্টিতে সোঁদা রংমশালটি যেন — ধিকিধিকি ওঠাপড়া, আগুন, গার্হস্থ্য বুক...
অনির্বাণ চন্দের জন্ম আরামবাগে, বড় হওয়া কলকাতায়। বর্তমানে অসমের বাসিন্দা এবং ইন্ডিয়ান অয়েলে কর্মরত। ছোট থেকেই মায়ের থেকে পেয়েছিলেন সাহিত্যের প্রতি অনুরাগ। কবিতা, গদ্য, গল্প, প্রবন্ধ প্রত্যেকটিতেই আগ্রহী ও স্বচ্ছন্দ। লেখা বেরিয়েছে চার নম্বর প্ল্যাটফর্ম, নাটমন্দির, অপদার্থের আদ্যক্ষর, গদ্যপদ্যপ্রবন্ধ, অন্তরীপ, বম্বে ডাক ইত্যাদি মুদ্রিত ও বৈদ্যুতিন পত্রপত্রিকায়। পড়াশোনা এবং লেখালেখি ছাড়াও বিশেষ আগ্রহ বিশ্বসঙ্গীত এবং গণিতশাস্ত্র।
Facebook Comments Box