শাদা মেঘের সর ১ এসেছি প্রজাপতির পাখায় কে এসেছে? কে এসেছে? ফড়িঙের পাখায় কে এসেছে? কে এসেছে? আমি আমি এসেছি, আমাকে আসতেই হলো কাজললতার বাকি কাজল টুকু আমি যে আবার পরবো আমি যে খুঁজবো ঝিনুক থেকে দুধের গন্ধ। ২ খেলা মেঘের ছোটোছুটি হাওয়ার ছোটোছুটি কে চোর কে পুলিশ? আমি কদম ফুলের রেণু একা একা খেলা করি : চু কিত কিত চু তুই আমাকে ছুঁ ----- ৩ ডাক বৃষ্টিতে ভিজতে ভিজতে ব্যাঙের ডাক ধরেছি মেঘের ডাক ধরেছি কচু পাতার ঘোমটা থেকে জল ঝরে কে ধরবে? আমার ছোট হাতের ছোট আঁজলাতে বৃষ্টি যে নাচে। ৪ বর্ণপরিচয় পাখির পায়ের ছাপ আমার কাছে হয়ে ওঠে অ আ। পাখির ডাক ধরে ধরে আমিও উড়ি---- আকাশ হয়ে ওঠে আমার খেলার মাঠ। ৫ খ ধূলায় আঁকি-বুকি করতে করতে আমার বর্ণপরিচয়। ভাতের থালায় আঁকি-বুকি করতে করতে আমার বর্ণপরিচয় আমি আর কোথাও যাবো না। আকাশেও ভুট্টা দানার মত অক্ষর আমার সহজপাঠ। ৬ মটর ভাজা মটর ভাজতে ভাজতে ছিটকে ওঠে আকাশে কাকি বললো---যা যা কুড়িয়ে খাবি যা ধূলা লাগে নাই। ৭ শাদা মেঘের সর হ্যারিকেনের কাঁচ মুছতে মুছতে অন্ধকার। আমার একটি তারা ছোটবেলার একটি জোনাকি উড়ে উড়ে আলো জ্বালে হ্যারিকেনের ভিতরে তুলসী থানেও প্রদীপ জ্বলে ওঠে। ৮ পান মায়ের মুখে পান আমি আদর করে পান চাইবো মা আমার মুখে গুঁজে দেবে চিবানো পান আমি হাঁ করবো আমার মুখ সূর্যোদয়ের মত লাল। ৯ কুড়াই আমি মায়ের কুড়ানো ছেলে আমিও পাতা কুড়াই কাগজ কুড়াই রাস্তা কুড়াই রাস্তা যে খুব দরকার আলতা পায়ের ছাপ রাস্তায় পড়লে আমি কুড়াবো। ১০ তাল এই পা থেকে ওই পা একটা তাল মাঠে মাঠে একটা তাল চঞ্চল পায়ে পায়ে একটা তাল, এক পৃথিবী। ১১ কেমন আছো কেমন আছো খুদিবালা? কেমন আছে আমার ঠাকুমা? তোমার মায়ের সঙ্গে তোমার দেখা হয়? তোমার বাবা আমার দাদু সন্ধেবেলা কী করে? আমি তো রোজ সকালে সূর্যের সলতে উসকে দিই। ১২ কেমন আছো খ: এক গ্লাস চায়ে বাসি রুটি ভিজিয়ে একটা সকাল অনেক অনেক দূরে চলে গেলেও রুটিটা ভেজাই আছে তার কাছে জানতে চাই, কেমন আছো?
Facebook Comments Box