
উদাসীন মল্ট ২১. ছোট্টো সুখ আর বড় কষ্ট একটা ঘর না যাওয়া অব্দি একজনের ঘর তো ঘরই কমলার খোসা ছাড়ানো শব্দ একজন শোনে আরেকজন শুনতে পায় না পাখি উড়ল, ভাবে একটা বয়স্ক-ঘর, দুজনেই আছে বলে, এখনো ২২. রং মিশল লেবুতে ছাতাখোলার আবহাওয়া রেনকোটেরও আবহাওয়া দুটো বা একটা লোক লেবুমিশ বৃষ্টি চুরুটকষা মোদো লেবুর নিরাপত্তায় হাত দেয় মজবুরি শব্দটা বেশ মাংসপ্রয়াসী মজদুরিও লেবুর অববাহিকায় কমলা এমনই কমলা যে বাগানে বৃষ্টি নামলে চামড়াভীরু জল ফলে ঢোকে আমি তুললাম, তুমিও ছবি কত দ্রুতই না আটকে দিল ফলজতার ব্রীড়া নতভার ভারানত কমলালেবুর বাগানে একদিন ২৩. কমলা, না দেখলেও, থাকে একটা রং রঙে এক আধটা ব্রাশ তুলোটে শহরে কমলা নেহেরু একটা নাম, রাস্তায় রোদপেষা টায়ার পাশে একটা খাট, মা বাবা স্কুটার-বান্দা বাবা গ্রেগরি পেক কমলা একটা রং আড়ালে ডবকা আর সেয়ানা কিনে মনে হয় বাবা, মা’র উত্তরাধিকার থাকে তাকে কমলাবিরহযাপিতা সাদা থান, ঠাকুমা লেবু ভাল লেবুর মাঞ্জা নেয়া কমলাস্তও ভাল অস্তে এক মৃত ঠাকুমার গালে রসিক কমলার চোরাটান খেলা করে খেলা করে খেলা করে… ২৪. সময় হলে,বাড়ি না হলেও কাটা দাগটা আমার বা আমার নয় ট্রাম ধাক্কাই তো দেবে ট্রামের ব্রেক সোজা কিন্তু অসরল সন্ধ্যায়,ঝুঁকে পড়ে কলকাতা কাটা দাগটায় ধুলো আর ময়লা হাত দেয় ফালতু একটা শহর ঠিকঠাক বুঝতে না পারা একটা ট্রাম একজন কবি আর্ত কবিতা সারা,জীবনের
Facebook Comments Box