১. আমাদের সাথে কেউ নেই আজ একাই আকাশ খুঁজি তোমার চিবুকে রোদ খেলা করে এক জীবনের পুঁজি. ২. পেছন ফিরে বসে থাকে মন কারো মুখ দেখতে পায় না… ৩. চেনা চরিত্র পাঁপরের মত ভেঙে গেলে চোখের জল চোখের কাছেই গোপন… ৪. যিশুর পেরেক নিয়ে নিত্য গবেষণা অনেক নারীই জানে সেই যন্ত্রণা ৫. পাথরে পাথর লেগে থাকে হৃদয় পাথর হয়ে গেলে কেউ আর চেনে না নিজেকে ৬. সব নারীই তার কান্নার হিসেবগুলো জমা রাখে ঈশ্বরের কাছে ৭. প্রয়োজন ফুরিয়ে যাবার আগে সবাই সুন্দর! ৮. জগতের সকল মানুষ সুখের অভিনয় করে অভিনয় নিখুঁত হলেই যেন সত্যিকারের সুখ ৯. সিঁড়িটা সামনে এলেও পা দাঁড়িয়ে গেলো না তাকিয়ে যারা উঠে যায় তারা জানে একটা বাতিল সময়ের ছোট এক ঢেউ ভাঙা চশমা যেন, তুমি তার নও কেউ… ১০. পৃথিবী একটি রচনামূলক প্রশ্ন, সেই উত্তর লিখতে লিখতে মানুষ ক্রমশঃ সংক্ষিপ্ত ১১. মানুষ চিনতে কতদূর যাবো,কত খেলা দেখি রোজ কত রাজাকার মাথায় চড়েছে,কে রাখে তার খোঁজ... ১২. উত্তম শব্দটিও একা,তার কোন পড়শি হয় না তাড়ায় জলের দাগ,চোখের ইশারা ১৩. আমার কাছে তুমিই ছিলে প্রথম কদম ফুল ঘুম হারানো আঁধার রাতে সুখের খোলা চুল.... ১৪. তুমি দরজা খোলার পর,আমাকেই বন্ধ করতে হয় ঘুমাতে গেলে একটা বালিশ লাগে আর কিছু মুখ ভুলতে হয় ১৫. অর্ধেক সবুজ,অর্ধেক কালো জীবনের পা দুদিকে ছড়ানো ১৬. ভালোবাসতে পেরেছি তাই তোমার বুকের ছবি ভেঙে আর দেখে,চোখে চোখ রেখে প্রতিদিন সাজি কবি…
Facebook Comments Box