পুরাতনী ১. বাঞ্ছা করি, বাঁধন বিনেই জাগবে এবার মায়ার খেলা তোমার সকাল-সন্ধ্যা কামাই, তোমার ঘোরেই রাত্রিবেলা বাঞ্ছা করি, কাজল ছাড়াই পড়বে ও চোখ আমার চোখে এক নজরে তোমার যতন, আর নজরে দুষবে লোকে বাঞ্ছা করি, আমার এ ধন লুকিয়ে যাবে দুমকা বনে তোমার জিকির শূন্যে সামিল, আমার বয়ান হাওয়ায় গোনে! ২. খুলি তারে সযতনে ౼ কানা ভরা রসের কড়াই দুনা আঁচে জ্বাল সাজি ౼ এক ধাপ পানিরে সরাই আর ধাপ উড়ে গেলে ঘন করি গুড়ের প্রকার একালে জ্বালের মাপ স্মরণেতে থাকে না গো আর জানি নাই পুড়িল সে ౼ স্বাদের বাসনা যায় ছুটে কী আর অসম্ভব ౼ মিঠা তার ভরা তিতকুটে! ৩. পরানে গাঁথিয়া গেলা সাপের বিনুনি চক্ষু মুদিয়া শত ছোবলেরে গুনি কী মায়া বিষেতে ঢালি সুখে নিদ্রা যাও মরিয়া-বাঁচিয়া-মরি জানিতে না পাও যা দিবা বলিয়া পণ দিয়াছো কি তাহা আমারে বানাইলা সর্বংসহা! ৪. মা জননী, ভক্তি জানাই তোমার সুপুত্তুরে মাঝপথে ফেলে যায় এমন বিধান জানা নাই বিধানে কী দিলো আর, বলো গো মা, নিয়মের ধাপ সেই তো বেতালে নাচে ফণায় ফণায় কালসাপ দুধ-কলা দিয়ে পুষি, পুষে রাখা স্বভাবেই আছি এই মরি, এই তার ছোবলে-ছোবলে ফের বাঁচি আদরে গড়েছো যারে, জেনেছো সে বিনাশেই যায় মা জননী, সয়ে যাও— তুমি নিরূপায়! ৫. রজনীর শেষ নাই এই কথা বুঝে গেল পর ফিরবার তাড়া আর ফিরবে না ঘুরে পিছে পিছে জনমের মত ঘুম ঘুমিয়ে নেবার সাধ জেগে থাকে আজও অনিবার তোমার আমার চিঠি খোলা ডাকে ডেকে ডেকে একদম প্রত্যুষে মরে এইবার ফিরবার ঘড়ির কাঁটায় দম গেঁথে আছে আমাদের মনচোরা পাখি যত দূর যাও আছি, ভুলে গেছি ফিরবার কথা তবু ভয়, ভুল করে মিছেমিছি ডাকি!
Facebook Comments Box