জন্ম জন্মান্তর :তুমি খুব সুন্দর অতপর সে হাত পাতে প্রথম আবেগের জন্য... :আমি তোমাকে ভালোবাসি অতপর সে নত হয় প্রথম স্পর্শের জন্য মেয়ে এর একটাও তার কথা নয় :তোমার কণ্ঠ তো খুব মিষ্টি জেনে বর্তে যাও তুমি :পায়েস খুব ভালো রাঁধো তুমি জেনে ধন্য হয়ে যায় জন্ম তোমার বোকা মেয়ে, এর একটাও তার কথা নয় উত্তরাধিকার সূত্রে পাওয়া, জৈবিকতা আর সভ্যতার দোহাই অথচ কুমকুম চন্দনের জন্য মেদহীন নিতম্বের জন্য সপ্তস্বরের জন্য কালোগাই দুধের জন্য প্রতিটি জন্মে নিজেকে নিংড়ে দাও তুমি শামুক বাস খোলসের ভিতর আঁধার নিবিড় যত্নে পুষে রাখে আশ্রয়ে কেবলই আপন ভুবন নির্মাণ আদিগন্তহীন শামুক ভুবনেই বসবাস একদা এক রাজকুমার হাবিয়া থেকে জাহান্নামের পথে ভীষণ ভুল করে ছিটকে পড়েছিল বেহেশতে তারপর পলক না ফেলতেই বেহেশত মিশে গেছে হাবিয়া জাহান্নামের সাথে আবার,যথারীতি অত:পর গন্তব্যহীন শামুক বাসের অন্ধকারেই ঠিকানা কেবল কন্যা, সাত আসমান পাড়ি দিতেই না যাত্রা শুরু খোলস বাস বুঝি নিয়তি ছিলো?

কথাসাহিত্যিক ও নাট্যকার
জন্ম ৭ মে ১৯৭০, হবিগঞ্জ
Facebook Comments Box