বোকার রাজ্য স্বপ্নময় কতিপয় 'বুদ্ধিমানের' বাহন নিমিত্ত যুগে যুগে 'বোকারা' হলেন বলি প্রদত্ত| ঝাড়াই বাছাই করেন তাঁরাই, যদিও রাজনীতি হতে শত হস্ত দূরেই অবস্থান.. গণতন্ত্রে জবাই হবার দায় নিয়ে ঘাড়ে সাংবিধানিক শর্ত ভোলা মানব সন্তান| কোন সে দুঃসাহসে করেছে ভর..! হেরে যাওয়া বুদ্ধিগুলো শুধুই যাযাবর! শূন্যের আশায় বারেবারেই দিচ্ছে সব, সহজ পথ মাড়িয়ে তাই হচ্ছে উদ্ভব হাস্যবদন, ধূর্ত অতি 'চালাকের দল' পিষে নিতে..শুষে নিতে কতটুকু ছল করতে হয় ও করতে হবে জানেন তারা খুব জগৎ জোড়া 'বোকারা' দেয় ভবসাগরে ডুব| এতো শুধু আজ নয়, অনেককালের কথা এখন শুধুই ইতিহাসের পাতার মাঝে গাঁথা| "ঘুরছে এই জগৎটাই কেন্দ্রে তার সূর্য আছে," এ কথাটাই অধার্মিক, ছিল তখন সবার কাছে যুক্তি, তর্ক অর্থহীন..প্রমান সেও হাস্যকর কল্যাণার্থে বিজ্ঞানীরও নির্বাসনই দরকার... এমনভাবে কালের পরে কাল কেটেছে যত কবি, ভাবুক, বোকার দল হারিয়ে গেছে কত ভাবতে হবে বর্তমানে, গুছিয়ে নিতে বারোমাস অতীত আর আগামীতে 'নির্বোধেরা' করেন বাস; ভাবতে গিয়ে গুলিয়ে ফেলো তোমার নিজের দাবী (যেমন) ট্রামের নিচেই অনুভূতির কবর দিলেন 'কবি!' শুধু কিছু প্রশ্ন থাকেই অবাধ্য আর অর্থহীন... বর্তমানও অতীত হয়, মাঝে সময় 'একটা দিন!' কালকে জানি এই কথাটাই ভাববে সকল জনগণ আজকে শুধু ভাবলো যাঁরা তাঁরাই বোকার হদ্দ হন! সাজিয়ে সুযোগ থালায় ভরে নিবেদনেই মতি নেতা, নেত্রী, নেতার ছেলে সবার হলো গতি এইতো এবার আসবে সুদিন; ঘটবে ভালো যত জেনে বুঝেও আশায় আশায় মরছে আজো কত? যুগে যুগে বিপ্লবের জন্ম দিলেন যাঁরা.. ভাবতে আজও দ্বিধাই হয় সত্যি বোকা তাঁরা??
Facebook Comments Box