পঞ্চমীর চাঁদের গায়ে লেগেছে শোক হাইওয়ের পাশে পরিত্যক্ত জমির কাশফুলে লেগে আছে রক্তের দাগ কংক্রিটের রাস্তায় কাগজের শিউলি ফুল থিম আর থিমের জ্বরে উত্তাল শহরে শো- অফের আনলিমিটেড কম্বোপ্যাক রাজার বাড়িতে উদ্বোধনের অনুরোধের বিস্তৃত লাইন পেড়িয়ে স্মৃতিপটে চিকচিক করে ডাকের সাজ ...মহালয়া ভোর ছোটবেলার ক্যাপ ফাটানোর পিস্তলে আজও জং ধরে নি আমার চতুর্দিকে হাতজোড় করে দাঁড়িয়ে আছে একজন কাট আউট ব্যানারে যত বিজ্ঞাপনে সে কি ক্ষমা চায়? নাকি নরকের দ্বারে দাঁড়িয়ে স্বাগত জানায়? আমার ব্যাকডেটেড ঝোলায় এখন হাত পা ছড়িয়ে বসে আছে প্রফেসর শঙ্কু, আর ফেলুদার টিম। সকাল থেকে ছুটছে আমার চারচাকা হাইওয়ে ছাড়িয়ে দূর কোনো নির্জন হোমস্টের দিকে সিডিতে বাজছে একটানা কিশোর কুমার...
Facebook Comments Box