
আমরা জানি কি কৌশলে সুড়ঙ্গ গভীর আমরা জানি কাচ কাটা হিরে, আগুনের ব্যাবহার শেখার আগেই আমরা জানি কিভাবে দাবানল। আমরা জানি ঘোর জঙ্গলে কিভাবে জাগ্রত করতে হয় লোভ কিভাবে নেশার মন্ত্র ফুঁকে ফুঁকে কমজোর করা হয় বীর তীরন্দাজ আমরা জানি। আমরা জানি কিভাবে জঙ্গল বদলে যায় বদলে যায় সোমরা মুণ্ডা,মঙ্গল কিসকু, সুরেন মাহাতো। বদলে যায় মহুয়ার স্বাদ, মাদলের বোল লালমাটি কালো হতে হতে ,কালো হতে হতে মিশে যায় উন্নয়নের ধূসর ধুলোয়। তবু সেই জনপদে আজও পূর্ণিমায় গোলপানা চাঁদ ওঠে।একা একা নিঃশব্দ ভ্রমণের পর গিলে নেয় নিজেরই জ্যোৎস্নার ধারা। উইকএন্ডে ভিড় হয় খুব মদ-মেয়ে কটেজের মুগ্ধতা ডি জের ঝিন চ্যাক জঙ্গল মেতে ওঠে বেনামি উদ্দামে। সকল নিস্তব্ধ হলে কোন কোন রাতে দূর থেকে শোনা যায় বিলাপের সুর- “চল মিনি আসাম যাবো----- দেশে বড় দুখ রে-----“।
Facebook Comments Box