্
১. অযাচিত সত্যের পৃথিবীতে তবে কী হলো যে আজ; আফিম দখলে ছুটছে মানুষ- ফেলে দিয়ে সব কাজ! ২. হৃদয় দিয়ে ভালোবেসেছে যে, অবহেলা তো করি নাই তারে যে চেয়েছে আমার দখল; তারে কাছে রাখা দায়- ঠেলে দিয়েছি দূরে।। ৩. যতোটা আগুনে আমি পুড়ি প্রিয় তোমার তো জানবার কথা নয়; আগুনের সাথে ঘর বেঁধেছে জীবন- হাবিয়াও যে সামান্য মনে হয়! ৪. এ হৃদয় তো সেই জায়গা প্রিয় যেখানে আছেন এক-অসীম-অনাদী ঈশ্বর; অসীম ঈশ্বরের জায়গা হলো যে হৃদয়- সে হৃদয় কেনো হবে না অসীম-অবিনশ্বর? ৫. তোমার ঢঙে তুমি সাজো প্রিয় আমার ঢঙে আমি; সংসারে চলুক ভেদের খেলা- বলেছেন পরম স্বামী।
Facebook Comments Box