শৈশব অথচ শৈশব বিলীন এক অনন্ত মহানভে! বিস্মৃতির ধূপগন্ধী বাতাসের কাছে পৌছায় আদুল একাকি পথিক.. যেন রাতের বিষন্নতম কবিতার মতো পলাতক মেঘ! আগুন লাগার মরসুমে কিছুটা লু হাওয়ার সাথে মিশে আছে নিশিকথা! তখন দৃশ্যের পর দৃশ্যে ফ্রেস্কো হয়ে নুয়ে পড়ে একটি দুটি পাতা, ঝরে যায় নিসর্গের পথে অরণ্যের ফোঁটাফোঁটা বৃষ্টি; চোখের পাতায় ঘুমঘুম রুটি আর মদ! জেনে যাই কোনো এক ছন্দ থেকে বিচ্ছিন্ন হয় অভিন্ন মাটি ও মানুষ! অথচ সেখান থেকে শৈশব বেরিয়ে আসে উম্মুল হয়েই....
Facebook Comments Box