‘Every right implies a responsibility; Every opportunity, an obligation, Every possession, a duty…’
Rockefeller.Jr
মহাকাশের এলাকাগুলি স্ফীত এক ক্রমাগত বর্ধমান স্ফীত পর্যায়ের মধ্যে দিয়ে যায়। এটর্নাল ইনফ্লেশন (eternal inflation) এবং একপ্যারোটিক থিওরী (ekpyrotic theory) । এটর্নাল ইনফ্লেশনে , স্মরণ করিয়ে দেয় যে শুরুর মহাবিশ্বগুলির ভ্যাকুয়াম এনার্জি তে কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের (quantum fluctuations) কারণে চারিদিকে buble বা বুদ্বুদের মতো ইউনিভার্স গুলির সৃষ্টি হয়েছিল, বিভিন্ন হারে তাদের ইনফ্লেশন স্টেজের মাধ্যমে বিস্তার পেয়েছে।
সে যাই হোক এই সোলার বিশ্ব সৃষ্টির মুহুর্তও কিন্তু দখলদারির প্রাক ইতিহাস কথন। মহাবিশ্বের তেমন দায় না থাকলেও তা প্রাণের উপযোগী হয়েই বিবর্তিত হয়েছে। যা একপ্রকার দায়িত্ব পালন হিসেবেই সূচিত করা যায়।
কিন্তু আমরা? দখলে বিশ্বাস করতে শিখলাম, দায়িত্বে নয়! ফলাফল, একে একে নিভিছে দেউটি।
সে কোন শৈশবে যেদিন থেকে ‘আমি’ চেতনার উন্মেষ লগ্ন, সেদিন থেকেই পজেসিস প্রোনাউন ‘আমার’ও জন্ম। আর শুরু দখলের। ‘আমার মা’ থেকে আমার গ্রাম, আমার শহর, রাজ্য দেশ মায় গোটা দুনিয়া। ‘আমার মা’ নামক নিষ্কলুষ পবিত্রতা ততদিনে বিলীন। এইক্ষণে জন্ম নিচ্ছে ফুয়েরার, দ স্যাভিয়ার অব দ নেশন! মোদি বা ট্রাম্প, বাইডেন বা জনসন, আমেরিকা আমেরিকা, আফগানিস্তান-লাদেন_আমেরিকা। রাশিয়া অন ইউক্রেন! ভারত- এন আর সি, সি এ এ এ, ভারতীয় নাগরিক…
‘You want to be free. You also want to be mine. You can’t be both’
না এই সংখ্যায় আমরা এভাবে ভাবিনি। ভাবতে চাইনি। সুকুমার বৃত্তি প্রণোদিত যে দখল, মনের ওপর মনের দখল, ভালোবাসা বলা হয়, তা এই সংখ্যার আলোচ্য নয়।
হ্যাঁ, ঐহিক সমস্তরকম দাদাগিরি ও আগ্রাসনের বিরুদ্ধে সামান্য শ্বাস নেবার আকাশ খুঁজতে চেয়েছে। আর বলতে চেয়েছে,
Loss and possession, death and life are one, There falls no shadow where there shines no sun.
Hilaire Belloc
সেপ্টেম্বর, ২০২১-এর শেষে এই সংখ্যাটির কাজ শুরু হয়। প্রকাশ পেতে দীর্ঘ বিলম্ব হল। আমরা লজ্জিত। যে সকল লেখক, পাঠক তবু ধৈর্য দেখিয়ে আমাদের পাশে থেকেছেন, তাঁদের প্রতি আমরা নতমস্তক।
আশা রাখছি, আবার সমস্ত প্রতিকূলতার দাদাগিরি কাটিয়ে আবার ঐহিক অনলাইন নিয়মিত প্রকাশিত হবে। সকলে ভালো থাকবেন।
ঋণঃ রোহণ কুদ্দুস, মেঘ অদিতি