সহস্র চোখের একটি দেশ
আমার এস্রাজ বাদন দেখে
অদ্ভুত ঘোলাটে দৃষ্টি নিয়ে
আমার হাতের চাবুক
আমার কবিতার বই
আমার জ্যোতির্বিজ্ঞান
আমার পূর্ণপাত্র মদিরা
দেখে সহস্র বছর
ডাইনি নিধনের রাতে
দূরে এক সন্ত দাঁড়িয়ে
আমি তাকে পিদিম জ্বেলে
দিতে ভুলে যাই, ভুলেই যাই
মনে হয় সামনে পাহাড়
মনে হয় পেছনে পর্বত
আমি তাকে দেখতে না পাই
আমার অর্জিত মুদ্রা
আমার অহমিকার গান
আমার সাহসের সৌরদিন
পারে না দিতে তাকে
সামান্য চেনার ইশারা
শুষে নিচ্ছে ছায়া ও আলো
টেনে নিচ্ছে পতঙ্গভুক পাখি
সহস্র চোখের একটি দেশ
সবুজ গভীর বল্কল যার
কে তার অপার আশা, কে
বিপরীত রতির সহোদর
ডাইনি নিধনের রাতে
আমার আত্মায় ডাকে খুন
অথবা সমুদ্রের মহিমা
অথবা মেঘের মত আলো
অথবা সদয় নিঃশ্বাস
আমার গোত্রের নামে নাচে
অপূর্ব বিষ অগ্নিজল
সহস্র মশাল জ্বেলে আসে
ঘোলাটে দৃষ্টি, বিভ্রম
আমার হাতের শিঙায়
ফুঁকে যাই অসম্ভব অবিরল!
Facebook Comments Box