একটি রঙিন ছাতায় একটি রঙিন ছাতায় চতুর মুখটি ঢেকে হেঁটে যাওয়া যায় রোদে, বর্ষায় উৎসবে পার্বণে কাঁটার বর্ম পরে পুনর্বাসন কেন্দ্রের দেয়াল ঘেঁষে রাস্তায় রাস্তায় পা টিপে দ্রুত হেঁটে যাওয়া যায় অর্ধেক চাঁদ, আকাশে অর্ধেক পারফেনাজিন আমাকে ঘুমুতে টানে জাগায়, ঘুমুতে আবার কাঁধে ফেলে নিচ্ছে হাঁটিয়ে টুঁটি চেপে নিচ্ছে হাঁটিয়ে অর্ধেক চাঁদ, আকাশে অর্ধেক পারফেনাজিন এমিলের গোয়েন্দারা বুড়ো হয়ে যায় সাথে নিয়ে গভীর কলকলে পুঁজিপতি রাত শহরের ওয়াইন সেলার নীলচে ডিমের চেয়ে গাঢ় সমঝোতা পুষে আমাকেও চেপে রাখা নিশ্চয়ই যায় চতুর মুখটি ঢেকে দেবে বলে একটি রঙিন ছাতায়। সর্প বলয় ডেকেছে যখন নিদ্রামগ্ন বেড়াল পাখি ও গায়ক গুটি গুটি পায়ে ভীতিটিকে পিষে হেঁটে গেছি সুহৃদ বিভোর বিকালে যৌন শাসনে ঘাড় হেট গৃহস্থ প্রাণিটির মতো মলিন স্থিরতায় ঘিরে আছে ধ্বস্ত কোপানল কোথাও তো মিশে সমাদর কোথাও তো ডেকে নিক কিছু সৌরভ পোশাক ছাড়ার মতো একেকটা দিন খুলে রাখা যায় জেনেছি গরান বনে কেউটে গিজগিজ সন্ধ্যা মনোরম কী করে সম্ভব শুশ্রূষা পথ্যবিহীন একেকটা নিরুক্ত দিন জেনেছি গুপ্ত রয়েছে সেখানে সর্প বলয়। জুনিয়র যে ভীতি আমাকে, এখন আক্রাম্ত করে বার বার তর্জনী ঠেকিয়ে ঠোঁটে শাসানো যাচ্ছে না তাকে কেন যেন অনিবার্য ধরে নিয়ে এই বাকী থাকা জীবন কাটাতে চাই না কখনও শিরায় এঁকেছি তাই অযাচিত চুম্বনরহিত প্রণয় প্রসঙ্গ বদলে চলেছি প্রসঙ্গ নিয়ত বদলায় আমি তাকে ডাকি, জীবন সে আসলে মৃতের দৃশ্যে নিখুঁত পাঠ করে যাওয়া সেরা আর্টিস্ট, জুনিয়র অবিকল আমার মতন।
Facebook Comments Box

1Comment
April 2, 2023 at 8:37 am
tinti kobitai valo legeche.