
দেশ: ১
অট্টহাসির ভেতর লুকিয়ে থাকা চুনি ও পান্নার দিকে
তাকাতে পারিনা আর। চোখ জ্বলে যায়। অশ্রুর ধমনী
দেখতে পাই। দেখতে পাই ক্ষতের ভেতর থেকে পাপড়ি
মেলছে বিষাদরঙের ফুল। দেখতে পাই নদীর গভীর থেকে
জালে তুলে আনা মাছেদের গর্ভযন্ত্রণা।
আমরা জিরাফের মতো চিৎকার করে উঠি। বাজনা বাজাও।
সাজানো ড্রয়িং হয়ে জেগে থাকে দেশকালবেলা...
দেশ: ২
কে তোমাকে ভারতবর্ষ বানান শিখিয়েছিল?
মাউন্টব্যাটেনের আত্মা ডানা মেলে আকাশে উড়ছে।
বাধ্যত শকুনও ওড়ে। ভাগাড় প্রস্তুত করা হয়।
ভাগাড়ে সযত্নে রাখা হয় তোমার ফুসফুস, অন্ত্র।
সার্কাস জমেছে দেখে ভিড় জমায় গৃহপালিত
বাঘ-সিংহ আর হাওয়ায় ছড়িয়ে পড়ছে ক্রমাগত
ক্লাউনের হাসি...
দেশ: ৩
ধূসর, মেঘলা এই দেশ।
বিষাদ আর শ্বাসকষ্টে ভরা।
যেদিকে তাকাই দেখি মানুষের মুখগুলি
নেবুলাইজারে ঢেকে আছে।
গল্পগুলি লিরিক্যাল নয়।
গল্পগুলি প্রাচীন রাক্ষস।
গল্পগুলি বহুজাতিকের দীর্ঘ থাবা।
দেশ: ৪
সমুদ্রই ডেকে নেবে তিলোত্তমা, তোকে।
স্বপ্নের প্যাগোডাগুলি ড্রাগনের ছায়াচিত্রে ভরা।
লেলিহান জিভ নিয়ে দাঁড়িয়ে রয়েছে।
ট্রাফিক জ্যামের মধ্যে উড়ে আসে ধুলো আর ধোঁয়া
ল্যাম্পপোস্টে জেগে ওঠে রবীন্দ্রসংগীত
মৃত মানুষের দল শশব্যস্ত হয়ে ছুটছে বেহেস্তের
আরও একটু কাছাকাছি পৌঁছে যাবে বলে...
দেশ: ৫
বালিশ কিংবা বকলস্।
কিন্তু আমি যাব না ওদিকে।
বোকা মানুষের আত্মা দূরবীনের মতো।
চিকন পোকার মতো।
দীপাবলি এলে
একা একা ঝাঁপ দেয় আর পুড়ে মরে...
দেশ: ৬
যত ফাঁপা হচ্ছে মাটি, বেড়ে যাচ্ছে ওপরের
ঘনজরিসাজ
রূপটান౼ সে তো এক আত্মপ্রতারণা
একথা বিশ্বাস করে শুধু পাগলেরা
সমীক্ষার বুকে জল জমে। অনুভূতিলোক বলতে
অ্যাম্বুলেন্স আই সি ইউ আর
চিমনি থেকে উড়ে যাওয়া ধোঁয়ার উৎসব।

সুদীপ্ত মাজির জন্ম ২৭ নভেম্বর ১৯৭২। মধ্য কলকাতার গুরুপ্রসাদ চৌধুরী লেনে। আবাল্য বসবাস শেফিল্ড শহর হাওড়ায়। ভাষা ও সাহিত্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম শ্রেণীর স্নাতকোত্তর এবং পিএইচ ডি। প্রাক্তনী, বাংলা বিভাগ, নরসিংহ দত্ত কলেজ। গবেষণার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ফেলোশিপ পান ২০০৩ সালে। পেশা অধ্যাপনা,বর্তমানে কলকাতার সাবিত্রী গার্লস' কলেজে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান। পেশাসূত্রে দীর্ঘ প্রায় দু-দশক কাটিয়েছেন অরণ্যশহর আলিপুরদুয়ারে। আলিপুরদুয়ার কলেজ ও আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। সম্পাদিত পত্রিকা প্রজন্ম, জাতিস্মর প্রভৃতি। বিশ শতকের নয়ের দশকের সুপরিচিত কবি। বাড়ির নাম চৈত্রপবন কাব্যগ্রন্থের জন্য ২০১৬ সালে পেয়েছেন নতুন কৃত্তিবাস পুরস্কার। প্রাপ্ত অন্যান্য পুরস্কার ও সম্মাননার মধ্যে উল্লেখযোগ্য - সত্যজিৎ রায় পুরস্কার ও শিরোমণি সম্মাননা, কলিকাতা লিটল ম্যাগাজিন লাইব্রেরি ও গবেষণা কেন্দ্রের গবেষক সম্মাননা ইত্যাদি।
Facebook Comments Box
