
১৩ ঠিক যেন ফুটে আছি গ্রিনল্যান্ড দ্বীপ, তুমি যেন ঘিরে আছ ডেভিস প্রণালি... শাখায়–পাতায় ভরা এক প্যানোরামা— ট্রাইবাল লাইফ যেন বুকে এসে হাঁটে রূপের জৌলুশে লিখি আত্মহত্যানামা! রয়ে রয়ে কোন বুকে প্রবাহিত বক মগজের অশ্বখুর? শিস দিয়ে ফোটা প্রভাতি হৃদয় যেন মোরগের ঝুঁটি! হাজার রাতের পাঠে শুক্রতারা গুনি তুমি আয়নার পিঠ আমি তাই ফুটি... ৩৩ বসন্তের প্রজাতন্ত্র আসুক তুমুল— ঝিরাবৃষ্টি, অশ্বাগন্ধা, জিরাফি সংসদ... পথে পথে সর্দি-জ্বর, বিসুখ-আঁচড়— সব উবে যাক দূরে প্রেমের ছড়ায় ‘মাহারি, মাহারি’ ডেকে জাগে চরাচর… আবার ফিরিয়ে দাও জমিনের গান বাঁকল আমার ওই সুন্দর নালাতা— ছেড়ে দাও অতিক্ষুধা, সংসদি সন্ত্রাস... দুধের নালির দেশে কেন এত খুন লম্বা জিবের লেহন, হিংসার বাতাস! ৩৪ মাহারির দেশে নামে মাস্তুলের জ্বর রাতের তিলের তাপে গঁদের উত্থান... রাষ্ট্রের পিলার কাঁপে ভোট চোর এলে— এর চেয়ে ঢের ভালো ওই বুনোলতা অমুখোশি জোবৃষ্টির মিহি আপ্যায়ন... মানুষ ঘুমালে জাগে বাঘের হালুম নন্দন-পিয়াদা যেন তাড়িত হরিণ... জিরাফ-ফুলেরা ঝরে দিবানিশি পথে, পড়ে থাকে ইতিমুখ বেলির উদ্যান নটীর কোমর বাঁকে নদীর লাহান... ৩৫ সে রেডিয়েশন নামে রাংপানির দেহে ওজোন লেয়ার ছেঁড়ে ইটভাটার মেঘ— সফেদার ঠান্ডা যোনি ভেঙে মেরুঢল! মালিজি জিরাফি হোক ন্যাটোদের ঘর জুতার অনিদ্রা তবু কাটে ক্যামোমিলে… প্যারাট্রুপারের মতো তোমাদের গানে ফাঁকা বাড়ি, ওড়ে চিল, ঝরে আপামর… শান্ত হও, নেমে এসো হরিণঘাটা বনে আমাদের ঝিলে হও মান্দারিন হাঁস— মালিজি জিরাফি হোক ন্যাটোদের ঘর ৩৬ দুই পাশে পাহাড়ের ঢাল, মাঝে হ্রদ— ছড়ানো-ছিটানো মৌরি, আদি টালিঘর… মাংসাশী মিডিয়া যেন সানি লিয়োনের মেটা চোরাবুক, জিব, ভাড়াটে কুসুম… বৃষ্টির বাহারে নামে ঝাঁকে ঝাঁকে গুম! না-দেখা তুমির মতো হানা দেয় রোজ স্নিগ্ধ প্রোপাগান্ডা—অক্সিডেশনের ধুম… ফেসবুকের নভে ওড়ে জাকারবার্গেরও উড়ানি—সোনালি মিথ্যা, মাছেদের চোখ… চরের লাহান জাগে দিকে দিকে গুম! ৩৭ গৃহযুদ্ধ উপশিষে, সাদা টিয়া হাসে অস্ত্রের উৎসবে ম্লান আমাদের ফুল— ‘মাহারাম, মাহারাম’ বলে গেয়ে ওঠে ফসলি জমির জিব, বাঁধে বাঁধা জল— পুঁজিসাম্রাজ্যের ফণা মানুষের মাঠে! সরো নড়ো বুকে ধরো মান্দারিন হাঁস দরোজার পাল্লা খুলে মুক্তির আবেশ… কাজুবাদামের দিনে নিরাময়ী আসে জাগে প্রেম নলুয়ার হাওরের মতো, তবু যদি হাঁস হয় টেরোরিস্ট দেশ!

নকিব মুকশি কবি ও সংবাদকর্মী। জন্ম শরীয়তপুরের বালুচরে। পড়াশোনা স্টামফোর্ড ইউনিভার্সিটি থেকে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজে স্নাতকোত্তর। প্রকাশিত কাব্যগ্রন্থ : কাছিমের পিঠে গণতন্ত্র , ২০১৩ প্রতিশিসে অর্ধজিরাফ, ২০১৯, …দুধের গাই—এজমালি বাগান…, ২০২০ জুতার কিরণ , ২০২০ শরীয়তপুরের এক্সিলেন্ট আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক। বর্তমানে একটি জাতীয় দৈনিকে কর্মরত।
Facebook Comments Box
