
যুদ্ধ একদিন শেষ হবে এই যুদ্ধ একদিন শেষ হবে নেতারা করবে রাজনৈতিক করমর্দন বৃদ্ধা অপেক্ষায় তাঁর শহিদ সন্তানের জন্য স্ত্রী অপেক্ষায় তাঁর প্রিয়তম স্বামীর জন্য এবং শিশুরা অপেক্ষায় তাদের শৌর্যশালী পিতার জন্য আমি জানিনা কে বিক্রি করে দিয়েছিলো আমাদের বাসভূমি অথচ আমি দেখেছি কারা পরিশোধ করছে তাঁর মূল্য ফিলিস্তিনের একজন বালিকা ফিলিস্তিনি মেয়েটির নাম ফিলিস্তিনি তাঁর বেশভূষা এবং দুঃখগুলোতে সে ফিলিস্তিনি তাঁর রুমাল, তাঁর পদযাত্রা এবং সর্বশরীরে সে ফিলিস্তিনি তার কথাগুলো এবং নীরবতায় সে ফিলিস্তিনি তাঁর কন্ঠস্বরে সে ফিলিস্তিনি তাঁর জন্ম এবং মৃত্যুতে সে ফিলিস্তিনি কিছুই আমাকে খুশি করে না কিছুই আমাকে খুশি করে না বাসের যাত্রী বলে- রেডিও নয় বা সকালের সংবাদপত্র, না পাহাড়ের দুর্গ। আমি কাঁদতে চাই। ড্রাইভার বলেছেন: স্টেশনে না আসা পর্যন্ত অপেক্ষা করুন, তারপর একা একা কান্না করতে পারবেন। একজন মহিলা বলেছেন: সহমত। আমাকে কিছুই খুশি করে না আমাকে খুশি করতে আমি আমার ছেলেকে আমার কবরে নিয়ে গিয়েছিলাম, সে এটিকে পছন্দ করেন এবং বিদায় না বলে সেখানেই ঘুমিয়ে পড়েন। একজন কলেজ ছাত্র বলেছেন: আমাকে কিছুই খুশি করে না! আমাকে খুশি করে আমি প্রত্নতত্ত্ব অধ্যয়ন করেছি কিন্তু সত্যিই সুখী করেনি পাথরের মধ্যে পরিচয় খুঁজেছিলাম। আমি কি সত্যিই আমি? আর একজন সৈনিক বলেছেন: সহমত। আমাকে কিছুই খুশি করে না আমাকে খুশি করতে আমি সবসময় একটি প্রেতাত্মা ঘিরে থাকি আমাকে অবরোধ করে রাখে। চঞ্চল ড্রাইভার বলেছেন: এইতো আমরা প্রায় আমাদের শেষ স্টপেজের কাছাকাছি, প্রস্তুত হন নামতে… তারপর তারা চিৎকার করে: স্টেশনের বাইরে যা আছে তা আমরা চাই, চলতে থাকা! নিজের জন্য আমি বলি: আমাকে এখানে ছেড়ে দিন। আমি তাদের মত, কিছুই আমাকে খুশি করে না, কিন্তু আমি ক্লান্ত হয়ে পড়েছি ভ্রমণ থেকে।

মেহেদি হাসান তন্ময় জন্ম : ১৯৯৫ শিশুকাল ও কৈশোর কেটেছে গ্রামের বাড়ি সিরাজগঞ্জে। কলেজ ঢাকার সেন্ট যোসেফ। মেহেদি হাসান তন্ময় বর্তমানে বাংলাদেশের একটি স্বনামধন্য ফুড ও বেভারেজ কোম্পানিতে সাব এ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে চাকুরিরত আছেন। মূলত কবিতা লেখেন। অনুবাদ করতে ভালোবাসেন। প্রকাশিত কবিতাগ্রন্থ: পৃথিবী একটি নীল বয়াম, ২০১৭ প্রকাশিতব্য কবিতাগ্রন্থ: 'আবছায়া'
Facebook Comments Box
