অপরগুচ্ছ ১.
– বলিহারি, কী দুঃসাহস গা! দিনের পর দিন কুটকুটে অন্ধকার এক কোটরের ভিতর মুণ্ডুটি সিঁধাইয়া বসিয়া আছে। এ কোন্ ছিরির তপিস্যে, সাতজন্মে দেখি নাই
– তপিস্যেই বটে! ইদিকে ধড়টি দিব্যি বহাল তবিয়তে বি
বোকার তিন নম্বর হাসি- গৌতম চৌধুরী
কথায় বলে, বোকারা নাকি দুইবার হাসে। কৌতু্ক, একবার না-বুঝিয়া, সবাইকে হাসিতে দেখিয়া, আর একবার তাহা টের পাইয়া। তবে, প্রবচনে যাহা বলা নাই, তাহারা আরও একবার হাসে। নিজেরই খোঁড়া খন্দে পা-পিছলাইয়া পড়িয