তৃতীয়া
১ আমার বেদনা আমার ভাষায়
আমি তো চাইনা বলি
ভরা কোলাহলে কন্ঠ লুকাই
শব্দ উধাও চলি। তুমি শুনে রাখো ভীড়তম রাত
একাকি দিনের ভাণ
পুরোনো তামার ব্রেস্লেট আর
ডুবোজল ভাঙ্গা গান । তুমি কি এখনও পুরাতন তুমি ?
একলা একার পথ – সুমী সিকানদার
একলা একার পথ পাখি যেন পাখি নয়, ডানা মেলা মা, নিমন্ত্রণ করে তারে পাওয়া যাবে না । কতভাষা ফিসফিস মনে আর কানে
কথাহীন মোছা মুখ বরফের প্রাণে। কতগান গেয়ে গেল মিছিলের নাম
কিছু প্রেম ডূবে গেছে কিছু দিলো দাম ।
কবিতাগুচ্ছ: সুমী সিকানদার
ছিলে জেগে ১
মৃত্যুর আগে কেন যেন অনেক টক খেয়েছি মেছতার টক , আমডাল , টমেটোর টক, যখন যা পেয়েছি।
শুনেছি টকে শুদ্ধ হয় দেহ , বিলম্বে আত্মা
থেকে থেকে মনে পড়ে, কবিতাই ছিল জীবনযাত্রা ।
বেমিল অংকে মনে বিষন্নতা,