November 13, 2023কবিতাঐহিক৪৫ গুচ্ছকবিতা সোহেল হাসান গালিবদশটি কবিতা-সোহেল হাসান গালিবঅধিকার সমগ্র পৃথিবী নয়, একটি তৃণের অধিকারই যথেষ্ট আমার। যেন একটি রোমের ছোট্ট কূপে মধুপের আলতো ফুঁয়ে নিমেষেই ঢুকে যেতে পারি। যেন বেজে উঠি ওই হাড়ের বাঁশিতে একা, চুপে; ভেসে যাই সুর হয়ে—ঝরে-পড়া পাতার সওয়া CONTINUE READING